নৌকা ও স্রোত ( Boat and Stream )
*1. একজন লোক নৌকা চালিয়ে স্রোতের অনুকূলে ঘন্টায় 15 কিমি গতিবেগ নিয়ে যায় ৷ কিন্তু স্রোতের প্রতিকূলে তার গতিবেগ ঘন্টায় 9 কিমি ৷ স্থির জলে লোকটির গতিবেগ কত ?
সমাধান:
স্থির জলে নৌকার গতিবেগ
= 1/2 ( স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ + স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ )
= 15 + 9/2
= 12 কিমি / ঘন্টা
*2. একটি নৌকা স্রোতের অনুকূলে 16 কিমি/ ঘন্টা গতিবেগে যায় আবার স্রোতের প্রতিকূলে 10 কিমি / ঘন্টা গতিবেগে ফিরে আসে , স্রোতের গতিবেগ নির্নয় কর ৷
সমাধান:
স্রোতের গতিবেগ
= 1/2( স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ - স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ )
= 16 - 10/2
= 3 কিমি / ঘন্টা
*3. একজন লোক স্থির জলে নৌকা বেয়ে ঘন্টায় 10 কিমি যায় ৷ লোকটি নির্দিষ্ট সময়ে স্রোতের প্রতিকূলে যে দূরত্ব যায় স্রোতের অনুকূলে তার তিনগুন দূরত্ব যায় ৷ স্রোতের বেগ নির্নয় কর ৷
সমাধান :
মনেকরি, লোকটি স্রোতের প্রতিকূলে x কিমি / ঘন্টা বেগে যায় ৷
তাহলে স্রোতের অনুকূলে লোকটি যাবে 3x কিমি / ঘন্টা
সুতরাং, স্থির জলে নৌকার গতিবেগ
1/2 ( প্রতিকূলে গতিবেগ + অনুকূলে গতিবেগ )
= 1/2 ( x + 3x )
= 2x
সুতরাং , 2x = 10
x = 5 কিমি / ঘন্টা
সুতরাং , নৌকার গতিবেগ 5 কিমি / ঘন্টা ৷
অনুকূলে নৌকার গতিবেগ 5 *3 কি./ঘন্টা
= 15 কি./ ঘন্টা
স্রোতের বেগ = 1/2 (15 - 5 ) কিমি / ঘন্টা
= 5 কিমি / ঘন্টা
*4. এক ব্যক্তি স্রোতের অনুকূলে 3 ঘন্টায় 36 কিমি যায় কিন্তু স্রোতের প্রতিকূলে 6 ঘন্টায় 24 কিমি যায় ৷ স্রোতের গতিবেগ নির্নয় কর ৷
সমাধান:
স্রোতের অনুকূলে 3 ঘন্টায় 36 কিমি যায়
সুতরাং , স্রোতের অনুকূলে গতিবেগ = 36/3 কি./ ঘন্টা
= 12 কিমি / ঘন্টা
স্রোতের প্রতিকূলে 6 ঘন্টায় 24 কিমি যায়
স্রোতের প্রতিকূলে গতিবেগ = 24/6 কি./ ঘন্টা
= 4 কিমি / ঘন্টা
সুতরাং ,স্রোতের গতিবেগ = 1/2 (12 - 4 ) কিমি/ ঘন্টা
= 4 কিমি/ ঘন্টা
*5. একটি লোক নৌকা চালিয়ে 6 ঘন্টায় স্রোতের অনুকূলে 60 কিমি যায় ৷ কিন্তু স্রোতের প্রতিকূলে 24 কিমি যায় ৷ স্থির জলে নৌকাটির গতিবেগ কত হবে ৷
সমাধান:
স্রোতের অনুকূলে নৌকাটির গতিবেগ = 60/6 কিমি / ঘন্টা
= 10 কিমি/ ঘন্টা
স্রোতের প্রতিকূলে নৌকাটির গতিবেগ = 24/6 কিমি / ঘন্টা
= 4 কিমি/ ঘন্টা
সুতরাং , স্থির জলে লোকটির গতিবেগ = 1/2 ( 10 + 4 ) কি/ ঘন্টা
= 7 কিমি/ ঘন্টা