ঘড়ি ( Clock )
#1. 3 টা ও 4 টার মধ্যে কোন সময় ঘড়ির কাঁটা দুটি ত্রকে অপরের উপর সমপতিত হবে?
সমাধান :
ঘড়ির কাঁটা দুটি ত্রকে অপরের উপর সমপতিত হবে
p টা বেজে 5 * p * 12 /11 মিনিটেত্রক্ষেত্রে,
3 টা বেজে 5 * 3 * ( 12/ 11 ) মিনিটে
3 টা বেজে 180 / 11 মিনিটে
= 3 টা বেজে 16 * 4/11 মিনিটে৷
#2. 7 টা ও 8 টা মধ্যে ঘড়ির কাঁটা ত্রকে অপরের উপর সমপতিত হবে ?
সমাধান :
7 টা বেজে 5 * 7 * 12 /11 মিনিটে
7 টা বেজে 38 * 2/11 মিনিটে ৷
#3. 9 টা ও 10 টার মধ্যে কোন সময় ঘড়ির কাঁটা ত্রকে ওপরের বিপরীত দিকে অবস্থান করবে ?
সমাধান :
p বেজে ( 5p - 30 ) * 12 /11 মিনিট
ত্রখানে p ত্রর মান 9
সুতরাং ,
সময় 9 টা বেজে ( 5 * 9 - 30 ) * 12 /11 মিনিট
= 9 টা বেজে 15 * 12/ 11 মিনিট
= 9 টা বেজে 180 /11 মিনিট
= 9 টা বেজে 16 * 4/11 মিনিট
#4. ত্রকদিনে কতবার ঘড়ির দুটি কাঁটা পরস্পর 90 ডিগ্রি কোণে থাকবে ?
সমাধান :
ত্রকদিনে ঘড়ির দুটি কাঁটা পরস্পর 90 ডিগ্রি কোণে বার থাকবে ৷
No comments:
Post a Comment