লসাগু ও গসাগু ( LCM and HCF )
1. দুটি সংখ্যার অনুপাত 5 : 7 এবং তাদের গ. সা. গু 11 , সংখ্যা দুটির সমষ্টি কত ?
সমাধান :
দুটি সংখ্যার অনুপাত = 5 : 7
গ. সা. গু = 11
সুতরাং , সংখ্যা দুটি = 5 * 11
= 55
এবং 7 * 11 = 77
সংখ্যা দুটির যোগফল = ( 55 + 77 )
= 132
2. দুটি সংখ্যার অনুপাত 5 : 11 সংখ্যা দুটির গ. সা. গু 9 হলে বৃৃৃহত্তম সংখ্যাটি নির্ণয় কর ৷
সমাধান:
দুটি সংখ্যা অনুপাত = 5 : 11
গ. সা. গু = 9
সংখ্যা দুটি = 5 * 9 = 45
এবং 11 * 9 = 99
সুতরাং , বৃৃৃহত্তম সংখ্যাটি = 99
3. দুটি সংখ্যার অনুপাত 5 : 7 এবং গ. সা. গু 8 , সংখ্যা দুটির গুনফল নির্নয় কর ৷
সমাধান :
দুটি সংখ্যার অনুপাত =5 : 7
গ. সা. গু = 8
এবং 7 * 8 = 56
সংখ্যা দুটি = 5 * 8 = 40
সুতরাং , সংখ্যা দুটির গুনফল = 40 * 56
= 2240
খুব ভাল
ReplyDeletebest
ReplyDelete