সরল সুদ ( Simple Interest )
1. বার্ষিক 10% সরল সুদে 8000 টাকার 9
মাসের সুদ কত ?
সমাধান:
আসল (P) = 8000 টাকা
সুদের হার (R ) = 10%
সময় (T) = 9 মাস
= 9/12 বছর
= 3/4 বছর
সুতরাং, সুদ ( I ) = PRT/100
= 8000 * 10 * 3/ 100 * 4
= 600 টাকা
2. বার্ষিক 11% হারে সরল সুদে 2200 টাকার 5 বছরের সুদ আসল কত হবে ?
সমাধান:
আসল (P ) = 2200 টাকা
সময় (T ) = 5 বছর
সুদের হার ( R ) = 11%
সুতরাং , সুদ (I ) = PTR/100
= 2200 * 11 * 5/ 100
=1210 টাকা
সুদাসল (A ) = P + I = 2200 - 1210 টাকা
= 3410 টাকা
3. বার্ষিক 20% সরল সুদে 5000 টাকার 73 দিনের সুদ নির্নয় কর ?
সমাধান:
আসল (P ) = 5000 টাকা
সুদের হার ( R ) = 20%
সময় ( T ) = 73 দিন
= 73/365 বছর
= 1/5 বছর
সুতরাং , সুদ (I ) = PTR/100
= 5000 * 20 * 1/5 /100
= 200 টাকা
= 5000 * 20 * 1/5 /100
= 200 টাকা
v good
ReplyDelete